বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুড়িমারী নৃশংসতা: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

  •    
  • ৯ নভেম্বর, ২০২০ ১৭:৩২

গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তর্কাতর্কির পর ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় ৫০ বছর বয়সী শহীদুন্নবী জুয়েলকে। পরে তার দেহে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুছ মো. শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে (৪৪) পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সোমবার বিকেলে লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফেরদৌসী বেগম এ রিমান্ডের আদেশ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুন্নবী বলেন, ‘আবুল হোসেন ওরফে হেসেন আলী রংপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেেজর সাবেক লাইব্রেরিয়ান শহীদুন্নবী জুয়েল হত্যা মামলার প্রধান আসামি হওয়ায় আমরা আদালতের কাছে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত শুনানী শেষে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। আশা করি, তাকে জিজ্ঞাসাবাদ করে সেদিনের প্রকৃত ঘটনা জানা যাবে।’

সেদিনের ঘটনার বিষয়ে আদালতে আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘সেদিন কোনো কোরআন অবমাননা হয়নি। জুয়েল নামাজ শেষে খাদেমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং “আমি গোয়েন্দার লোক। এখানে অবৈধ অস্ত্র আছে” এই বলে তিনি মসজিদের আলমারিতে খোঁজাখুঁজি করতে থাকেন। তখন আমি তাকে থাপ্পড় দিয়ে মসজিদ হতে বের করে দেই। আমি আর কিছু জানি না। পরে শুনি জুয়েলকে হত্যা করে পুড়িয়ে মারা হচ্ছে ‘

আবুল হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিলেন।

আবু ইউনুছ মো. শহীদুন্নবী জুয়েল। ফাইল ছবি

 

গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তর্কাতর্কির পর ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় ৫০ বছর বয়সী শহীদুন্নবী জুয়েলকে। পরে তার দেহে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

ওই ঘটনায় শহীদুন্নবী জুয়েলের সঙ্গী ৫১ বছর বয়সী সুলতান জোবায়ের আব্বাসও আহত হন। এক পর্যায়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।

এ বিভাগের আরো খবর