চট্টগ্রামের আকবর শাহ থানার উত্তর কাট্টলীতে মরিয়ম ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মা-বাবা দগ্ধ হলেও বেঁচে গেছে পাঁচ দিনের এক শিশু।
হাসপাতালে গিয়ে দেখা যায়, বার্ন ইউনিটের ৩০ নম্বর শয্যায় মায়ের সঙ্গে নবজাতককে রাখা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে নবজাতকের মা সুলতানা জাহান নিউজবাংলাকে বলেন, 'খাওয়া-দাওয়া শেষে আমরা শুয়ে পড়েছিলাম। রাত ৯টা ৫০ মিনিটে হঠাৎ বিস্ফোরণ ঘটে। আগুনের তীব্রতায় আমাদের রুমের দরজা ভেঙে যায়। ওই সময় আমার বাচ্চা কোলে ছিল। আগুনে আমার দুটি পা পুড়ে গেছে। কিন্তু আমার সন্তানের কিছু হয়নি। সে পুরোপুরি সুস্থ আছে।
বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, আগুনে বাবা-মা পুড়লেও নবজাতকটি সুস্থ আছে। তাকে মায়ের সঙ্গে রাখা হয়েছে।
৪ নভেম্বর রাত ১টার দিকে ওই মেয়ে নবজাতকের জন্ম হয়। তার এখনও নাম রাখেনি মা-বাবা।