রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক কে এম মামুন মোর্শেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।
হাসপাতালের প্রাক্তন পরিচালক উত্তম কুমার বড়ুয়াকে ওএসডি করার বিপক্ষে অবস্থান নেয়ায় রোববার বিকেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে এ নোটিশ পাঠানো হয়।
হাসপাতালটির সাবেক পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়াকে গত মঙ্গলবার (৩ নভেম্বর) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। এর প্রতিবাদে উপপরিচালক কে এম মামুন মোর্শেদের নির্দেশে বৃহস্পতিবার সকালে ১৫ মিনিট প্রতীকী কর্মবিরতি পালন করেন চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময় হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভা করেন তারা।
মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, নিজ স্বাক্ষর ও উদ্যোগে নোটিশ জারির মাধ্যমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালকের বদলি আদেশের বিরুদ্ধে হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা, সেবক/সেবিকা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন কে এম মামুন মোর্শেদ।
ওই সভায় সরকারি আদেশের সমালোচনা করা হয়; যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর পরিপন্থী এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ বিধি মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে তিন কর্মদিবসের মধ্যে এমন আইনবিরোধী কর্মকাণ্ডের ব্যাখ্যা চাওয়া হয়েছে মামুন মোর্শেদের কাছে।
উপপরিচালক কে এম মামুন মোর্শেদ রোববার সন্ধ্যায় বলেন, ‘শোকজ নোটিশটি আমি এখনো হাতে পাইনি। পাওয়ার পর অবশ্যই নোটিশের জবাব দেব।’