রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের আরও শক্তিশালী ভূমিকা আশা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনায় বাইডেন প্রশাসন বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে আরও জোরালো করবে বলে প্রত্যাশা করছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোববার সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি আমেরিকার (নতুন নেতৃত্ব) ভৌগলিক ও উদীয়মান দেশ হিসেবে গ্রহণ করে আমাদের সাথে সম্পর্ক বাড়িয়ে তুলবে।’
মিয়ানমারের গণহত্যা ও জাতিগত নিধনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোতে গুরুত্ব দেয়ায় রোহিঙ্গা ইস্যুতে আরও সোচ্চার হবে।
ড. মোমেন জলবায়ু, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাইডেন প্রশাসনের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা করেছেন।
সূত্র: ইউএনবি