ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও আইনজীবী ইশরাত হাসানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আইনজীবী অন্তর্ভূক্তির পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরও এক বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টে প্র্যাকটিসের (আইন পেশায় নিযুক্ত হওয়া) সুযোগ দিয়ে বার কাউন্সিলের গেজেট জারি সংক্রান্ত রুলটি খারিজ করে রায় দিয়েছে হাইকোর্ট। এ রায়ের ফলে হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে তার কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এ ছাড়া বিষয়টি নিয়ে হাইকোর্টে রিটকারী দুই আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করেছে আদালত।
আদালত রায়ে বলেন, এই ধরনের রিট করার জন্য রিটকারীদের ওপর যথেষ্ট পরিমাণে জরিমানার আদেশ হওয়া উচিৎ। কিন্তু তাদের (দুই রিটকারী) বয়স বিবেচনায় ও প্র্যাকটিসের টোকেন স্বরূপ ১০০ টাকা করে জরিমানা করা হলো।
আদালতে বিচারপতির ছেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও ব্যারিস্টার তানিয়া আমীর। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও আইনজীবী ইশরাত হাসান।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ইশরাত হাসান।
আইনজীবী সায়েদুল হক সুমন নিউজবাংলাকে বলেন, ফেসবুকে কবি সুকুমার রায়ের কবিতার কিছু অংশ এবং ‘থ্রি ইডিয়েটস’ ছবির কিছু সংলাপ উল্লেখ করে স্ট্যাটাস দেয়ায় আদালতের মনে হয়েছে এটি তাদের উদ্দেশ্যে করা হয়েছে। এ কারণে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।
ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার অনুমতি দিয়ে বার কাউন্সিলের জারি করা গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।
ওই রিটের পর গত বছরের ১৮ ডিসেম্বরের গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ। এরপর ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক তারিক উল হাকিম আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। পরে রিট আবেদনটির ওপর জারি করা রুল বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ওঠে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেয়।