ঝালকাঠি জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃতের নাম ইমরান হোসেন এমরান (৩৫)। তিনি জেলার রাজাপুর উপজেলার একটি হত্যা মামলার আসামি। এ মামলাটি বিচারাধীন। ২০১৭ সালের ৫ অক্টোবর থেকে ইমরান কারাগারে ছিলেন।
ঝালকাঠি কারাগারের কারাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস জানান, ইমরানের বুকে ব্যাথা শুরু হলে সকাল সাড়ে ১০ টার দিকে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত ইমরান হোসেন এমরান জেলার রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান সাগর জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ইমরানের মৃত্যু হয়েছে।
ইমরানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কারাধ্যক্ষ জান্নাতুল।