নরসিংদীর পলাশ উপজেলায় স্বামীকে আটকে রেখে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার গভীর রাতে ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর আলম খন্দকারের ভাই পাপ্পু খন্দকারের নামে এই মামলা করেন গৃহবধূ। আসামি পলাতক।
পলাশ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর নিউজবাংলাকে এই তথ্য জানান।
মামলার এজাহারে বলা হয়েছে, পাপ্পু খন্দকারের গাড়ি চালাতেন ওই গৃহবধূর স্বামী। গত ২৬ অক্টোবর তিনি বেতন নিতে চালক ও তার স্ত্রীকে আসতে বলেন। তার কথা মতো চালক তার স্ত্রীকে নিয়ে আসেন। তখন চালককে আটকে রেখে পাপ্পু তার স্ত্রীকে ধর্ষণ করেন বলে এজাহারে বলা হয়েছে।
শুক্রবার পাপ্পু ওই চালককে আবার বলেন স্ত্রীকে নিয়ে আসতে। পরে গৃহবধূ যান থানায়।
পুলিশ কর্মকর্তা হুমায়ূন কবীর জানান, থানায় অভিযোগ দেয়ার খবরে পাপ্পু এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশের চেষ্টা চলছে।
ওই গৃহবধুর ডাক্তারি পরীক্ষা হয়েছে। অন্যান্য আইনি কার্যক্রম চলছে বলেও জানান পরিদর্শক (তদন্ত)।