গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন।
মামলায় বলা হয়, দীর্ঘদিন ধরে প্রতিবেশি ওই শিক্ষক মেয়েটিকে উত্ত্যক্ত করত। এতে মেয়েটি বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেয়। গেল শুক্রবার মা-বাবার অনুপস্থিতিতে ওই শিক্ষক ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন নিউজবাংলাকে জানান, মামলার পর থেকে আসামি গ্রেফতারে অভিযান চলছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও ধর্ষণ মামলা হয়েছিল।