জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর বাইসাইকেল এক্সপেডিশনের (শোভযাত্রা) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনীর এক শ জন সদস্য দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে কক্সবাজারের টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করেন।
এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর আগে বাংলাবান্ধার শূন্য রেখায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল নজরুল ইসলাম বলেন, মুজিববর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত সাইকেলে পাড়ি দেয়ার দুঃসাহসিক প্রয়াস নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সব ফরমেশনের (শাখা) এক শ জন সাইক্লিস্টের অংশগ্রহণে মুজিববর্ষকে আরও তাৎপর্য করে তোলার প্রচেষ্টা নেয়া হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের রামু সেনানিবাসের ব্রি. জেলারেল ওমর সাদী, ব্রি. জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিকী, পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় ১৮ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমানসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা।