চট্টগ্রামের লালখানবাজার এলাকায় গৃহবধূ ধর্ষণ মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডবলমুরিং ও লালখানবাজার এলাকা থেকে রোববার ভোরে মনির হোসেন, সোহেল, মাসুদ ও দিদার নামে চার আসামিকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের অভিযোগে শনিবার রাতে পাঁচ জনের নামসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে খুলশী থানায় মামলা করেন ওই নারী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ওই নারী স্বামীসহ লালখানবাজার এলাকায় বসবাস করতেন। দাম্পত্য কলহের কারণে মাস খানেক আগে তিনি চট্টগ্রাম ছেড়ে চলে যান।
সম্প্রতি স্বামীর সঙ্গে ঝগড়া মিটিয়ে দেয়ার কথা বলে ওই নারীকে চট্টগ্রামে যেতে বলেন পূর্ব পরিচিত মনির হোসেন। তার কথা মতো শুক্রবার তিনি চট্টগ্রামে গিয়ে মনিরের বাসায় ওঠেন।
শনিবার সকালে স্ত্রীর অনুপস্থিতিতে ওই নারীর গলায় ছুরি ধরে ধর্ষণ করেন মনির। পরে মনিরসহ আরও কয়েক যুবক তাকে মারধর করেন।
ওসি জানান, এ ঘটনায় শনিবার রাতে মামলা করেন ওই নারী। পরে নগরের ডবলমুরিং ও লালখানবাজার এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়। জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।