চার দফা দাবি আদায়ে প্রশাসনের মৌখিক আশ্বাস পেয়ে মঙ্গলবার রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ তুলে নিয়েছিলেন সাধারণ মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। তবে সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
রোববার সকালে পরীক্ষা বাতিল, সেশনজটমুক্ত শিক্ষাবর্ষসহ চার দফার বিষয়ে জানতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিন অফিসে শিক্ষার্থীরা যোগাযোগ করেন। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে ডিন অফিস লিখিত কিছু না জানালে তারা সাড়ে ১২টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন।
বিকাল চারটা পর্যন্ত তারা অবস্থান করবেন বলে জানা গেছে। সড়ক অবরোধের কারণে এ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে মঙ্গলবার মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে নতুন করে আবারও কর্মসূচি দেয়ার কথাও জানান তারা।
ওই দিন দুপুর ১২টায় অবরোধ শুরু হলে ১টার দিকে বিক্ষোভ সমাবেশে গিয়ে স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার ঘণ্টাখানেক পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে আন্দোলন স্থগিত করার কথা জানান।
শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের এক জন জাহিদ হোসাইন নিউজবাংলাকে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) মহাপরিচালক আমাদের আজ (৮ নভেম্বর) পর্যন্ত সময় দিয়েছিলেন। আজ সেই সময় শেষ হয়েছে।
‘এই বিষয়ে জানতে ডিন অফিসে গিয়েছিলাম। তবে ডিন অফিস আমাদের দাবির বিষয়ে লিখিত কিছু জানাতে পারেনি, যে কারণে আমরা আবার আন্দোলনে মেনেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে করোনা মহামারিতে প্রফের বিকল্প দেয়া; অনতিবিলম্বে সেশন জট দূর করতে পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরু করা এবং পরীক্ষা ও ক্লাস সংক্রান্ত সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিক্যাল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।