জো বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রোববার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা অভিনন্দন বার্তা পাঠান। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাইডেনের নেতৃত্বে দুই দেশের ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারিত হবে। তিনি বাইডেন ও কমলার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠিত আলোচিত এ নির্বাচনে ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ৭৭ বছর বয়সী বাইডেন। একই সঙ্গে এ নির্বাচনে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস।
নির্বাচনে জয় নিশ্চিত হওয়া বাইডেন চলমান করোনাভাইরাস মহামারি এবং অর্থনৈতিক ও সামাজিক অশান্তিতে জর্জরিত যুক্তরাষ্ট্রকে বিভাজনের পরিবর্তে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন।
জয় পাওয়ার পর প্রথমবারের মতো দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমেরিকার প্রাণ ফিরিয়ে আনতে, আমেরিকাকে আবারও বিশ্বজুড়ে সম্মানিত করতে ও দেশের অভ্যন্তরে সবাইকে এক করতে আমি এ অফিসটি চেয়েছিলাম।’
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, বাইডেনের মেয়াদ শুরু হবে ২০ জানুয়ারি দুপুরে। এ দিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন।