মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে পড়ে যাওয়া রেলের বগি উদ্ধারে জোর তৎপরতা চলছে। শিগগির ট্রেন চলাচল শুরু হবে।
রোববার সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রেলের কর্মকর্তারা আশা করছেন, ঘণ্টা খানেক পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
শনিবার সারা রাত এলাকার লোকজন ওয়াগন থেকে তেল সংগ্রহ করেছেন। রোববার সকালেও অনেককে তেল সংগ্রহ করতে দেখা গেছে।
গার্ডের বগিটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ মিটার লাইন মেরামতের কাজ জোরেশোরে চলছে।
রেলওয়ে পূর্বাচঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার মো. সাবুক্তাগীন নিউজবাংলাকে জানান, শিগগির ট্রেন চলাচল স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চলছে।