বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাইনচ্যুত ট্রেনের তেল নিয়ে হুলুস্থুল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২০ ০০:১৯

তেল সংগ্রহ করতে গিয়ে নিজেদের মধ্যে ঘটেছে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আহত হয়েছেন এক জন। এর জবাবে আবার ইটপাটকেল ছুড়েছেন স্থানীয়রা।

শ্রীমঙ্গলে শনিবার ট্রেন দুর্ঘটনার পর তেল সংগ্রহ নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে। যে যেভাবে পেরেছেন, তেল সংগ্রহ করেছেন। মগ-বাটি-গামলা-বালতি ভরে দিনভর তেল নিতে দেখা গেছে স্থানীয়দের।

তেল সংগ্রহ করতে গিয়ে নিজেদের মধ্যে ঘটেছে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় আহত হয়েছেন এক জন। এর জবাবে আবার ইটপাটকেল ছুড়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আহত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে ‘মীমাংসা’ পর্যন্ত করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

স্থানীয় শুভ দাস বলেন, ‘সাধারণ মানুষকে নিয়ন্ত্রণে রাখতে পুলিশ হিমশিম খাচ্ছে। যারা তেল নিতে এসেছে তাদের মধ্যে দিনভর হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে।

পুলিশের ধাওয়ার সাইফুল ইসলাম নামে এক জন আহত হন। এতে ক্ষিপ্ত হয় এলকাবাসী। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল। পরে আইনশৃঙ্খল বাহিনী সাইফুলের মাকে সান্ত্বনা দিলে পরিবেশ শান্ত হয়।’

শনিবার সকালে সিলেট-আখাউড়া রেলসেকশনের শ্রীমঙ্গলের চানমারী এলাকায় লাইনচ্যুত হয় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন। তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। এই তেল সংগ্রহ করতে শত শত এলাকাবাসী ছুটে আসেন।

দুর্ঘটনাকবলিত ট্রেনকে ঘিরে দিনভর রীতিমত প্রতিযোগিতা দেখা যায়। স্থানীয় জসিম মিয়া জানান, ‘আমরা পুরো পরিবার মিলে প্রায় ১০০ লিটারের মত তেল সংগ্রহ করেছি। এই তেল পরে বিক্রি করে দিলে কিছুটা আয় হবে।’দুর্ঘটনা কবলিত ওয়াগনগুলো প্রায় এক লাখ ৬০ হাজার লিটার কেরোসিন ও ডিজেল ছিলে বলে জানিয়েছেন মেঘনা পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড সিলেট অঞ্চলের ইনচার্জ আনোয়ার হোসেন।

তিনি বলেন,‌‘তেল নিতে ভিড় করা স্থানীয়দের সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছি। তবে তারা সংখ্যায় বেশি হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে।’

শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, তেল ছড়িয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দুর্ঘটনায় ট্রেনের পেছনে থাকা একটি ইঞ্জিন, একটি ব্রেক গার্ড এবং পাঁচটি কেরোসিন ও ডিজেল বোঝাই তেলের ওয়াগানসহ মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে বলেও জানান তিনি। 

এ বিভাগের আরো খবর