ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আসামি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জামিনে ছাড়া পেয়েছেন।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘৫ নভেম্বর হাইকোর্ট সৈয়দ রফিকুল ইসলামের ৬ সপ্তাহের জামিন দিয়েছেন। তবে কাগজ হাতে পেয়েছি শনিবার।‘
মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, আলোচিত এ হত্যা মামলার আসামিদের মধ্যে এরইমধ্যে বিএনপি নেতা রিয়াদসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার আসামি খাইরুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ওসি শাহ কামাল জানান, শুভ্র হত্যার ঘটনায় ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখ মোট ২২ জনকে আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।
এ মামলার আসামিরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, তার ছোট ভাই ছাত্রদল কর্মী কার্জন, সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল, রিফাত, হানিফ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, সুমন, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল ও রাসেল মিয়া।
মামলায় বলা হয়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পরিকল্পনা ও হুকুমে আসামিরা এই খুন করেছেন।