মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪৮ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।
লালমনরিহাট সদর উপজেলায় তিস্তা নদীর তীর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার কালমাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট থানা পুলিশ।
সদর থানার উপপরিদর্শক মশিউর রহমান জানান, সকাল ৯টার দিকে নদীর ধারে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪৮ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।