সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় এ বছর পাঁচ হাজার ৫৩৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার ২২ দিনে ছয় হাজার ৯০৪টি মামলায় ৯০ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা জরিমানাও করা হয়েছে।
শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা চলার সময় আট বিভাগে দুই হাজার ৬৪০টি ভ্রাম্যমাণ আদালত ও ১৯ হাজার ৮১৮টি অভিযান চালানো হয়।
অভিযানে ৪৫ দশমিক ৪১ মেট্টিক টন ইলিশ মাছ উদ্ধার করা হয়। এ ছাড়া ২৪৩ কোটি ৩৬ লাখ চার হাজার টাকার ১২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল ও দুই হাজার ৬৮৫ মিটার বিভিন্ন জাল জব্দ করা হয়।
মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত, কেনাবেচা, মজুদ ও বিনিময়ে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নির্দেশনা বাস্তবায়নে ইলিশ সম্পৃক্ত ৩৬ জেলার প্রশাসক, ১৫২ উপজেলার নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ, কোস্টগার্ড, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিসহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন ও ব্যক্তি যুক্ত ছিলেন।
এ ছাড়া মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার নিয়ে আকাশপথে অভিযান চালায় বিমান বাহিনী। পাশাপাশি নৌপুলিশ, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়েও চালানো হয় একাধিক সাঁড়াশি অভিযান।