যশোরে ইজিবাইক ছিনতাই চক্রের আট জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকেরা হলেন রাজু মোল্লা, শাহাদাৎ, আনারুল, রাজু, শাহিন, রবিউল, সোহেল রানা ও সুমন হাওলাদার। তাদের মধ্যে সুমন ও রাজুর মোল্লার বাড়ি খুলনায়। অন্যদের বাড়ি যশোর শহরে।
সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার (এসপি) আশরাফ হোসেন জানান, অনেক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ইজিবাইক চুরি ও ছিনতাই করে আসছে একটি চক্র। সবশেষ সোমবার সদর থানার বাগডাঙ্গা গ্রামের নূর ইসলামের গ্যারেজ ভেঙে দুটি ইজিবাইক চুরি হয়।
নূর ইসলামের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার চুরির আটটি ইজিবাইকসহ ছিনতাই চক্রের আট সদস্যকে আটক করা হয়।
চক্রের অন্য চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার আশরাফ।