বগুড়ার সোনাতলা উপজেলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাটকরমাজা গ্রামের একটি ডোবা থেকে শনিবার সকালে রিকশাচালক আবদুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়।
আবদুর রহিম একই এলাকার মোজাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০০৯ সালে হাটকরমাজা গ্রামের বাদশা মিয়ার মেয়েকে বিয়ের করেন রহিম। এর পর থেকে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন।
শনিবার সকালে ওই বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
রহিমের স্ত্রী জানান, এর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পড়ে আবার বিয়ে করেন তারা। গেল কয়েক দিন ধরে বাড়িতে ছিলেন না রহিম।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রহিমকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে দেয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।