নিহত ওই শ্রমিকের নাম রফিকুল ইসলাম। বাড়ি চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজারোড করমপাড়ায়।
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম রফিকুল ইসলাম। বাড়ি চান্দগাঁও থানার খাজারোড করমপাড়ায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, রফিকুল চান্দগাঁও এলাকার ফয়সাল মিয়ার ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন। তিনি এক পর্যায়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, পরে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। ময়নাদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।