নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে খুঁজতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, এ অভিযোগ এনে শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূর করা মামলায় রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নুরুল ইসলাম, আইনুল ও রাজা বল্লভ।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন নিউজবাংলাকে জানান, প্রতিদিনই ওই গৃহবধূর স্বামী ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরেন। বৃহস্পতিবার সন্ধ্যায়ও না ফেরায় তিনি স্বামীকে খুঁজতে বের হন।
রাতে একটি ইজিবাইকের গ্যারেজে স্বামীর কথা জানতে চাইলে নুরুল ইসলাম তাকে খুঁজে দেয়ার কথা বলে গ্যারেজের পাশে নিয়ে ধর্ষণ করেন। পরে আইনুল এবং রাজা বল্লবও তাকে ধর্ষণ করেন।
ওসি জানান, এসব অভিযোগ এনে গৃহবধূর করা মামলায় শুক্রবার রাত ১১টার দিকে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।