কবিরহাটে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে এক জন নিহত, আহত তিন যাত্রী
নোয়াখালীর কবিরহাটে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ধানশালিক ইউনিয়নের পাঠান বাড়ির মোড়ে মাইজদী-কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন আক্তার কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের মো. বাবুলের স্ত্রী।
আহত তিন জনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।