যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অপছন্দ করেন বাংলাদেশের বরিশালের ব্যবসায়ী মেরাজ হোসেন। মেরাজের যুক্তি, ট্রাম্প বেশি কথা বলেন, বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করেন।
চলমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তাই বাংলাদেশে বসেও দূর দেশের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়ে চলেছেন। আর যখন জেনেছেন বাইডেন জয়ের পথে, তখনই বরিশালের গৌরনদীতে মেরাজ আয়োজন করেছেন ভুরিভোজ।
বৃহস্পতিবার রাতে গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী মেরাজ হোসেন খান স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সুধীজনসহ ২০০ জনের জন্য এই ভুরিভোজের আয়োজন করেন।
মেরাজ হোসেন খান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প একজন অপছন্দের লোক। তিনি বিশ্বের শান্তি নষ্ট করেছেন। আমেরিকায় বিভিন্নভাবে দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি করেছেন।
‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করা উচিত। আমেরিকার ভোটাররা তা–ই করেছেন। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত। তাই আমি মনের আনন্দে ভোজের আয়োজন করেছি।’
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর উকিল বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’