বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুয়াশার চাদরে শীত আসছে

  •    
  • ৬ নভেম্বর, ২০২০ ২০:১৮

আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কমবে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

হেমন্ত এখনও শেষ হয়নি তবে এরই মধ্যে ঢাকাসহ উত্তরের জেলাগুলোতে বিরাজ করছে শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশার চাদর মুড়ে ঘুম ভাঙছে মানুষের। সন্ধ্যার পর থেকে পড়তে শুরু করেছে হালকা কুয়াশা। রাত বাড়ার সঙ্গে বাড়ছে তা।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার জানায়, আগামী তিন দিন রাতের তাপমাত্রা কমতে পারে। একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার দিনের তাপমাত্রা কম। আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদেশে। ঢাকায় শুক্রবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকা এবং চাঁদপুরে ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কুয়াশার সঙ্গে অল্প হলেও শীতের দেখা মিলেছে দেশব্যাপী। জামালপুরে সকালে ক্ষেতে কাজে ব্যস্ত কৃষকদের ছবি তুলেছেন সাইফুল ইসলাম। 

 

উত্তরের গ্রামাঞ্চলে শীত চলে এসেছে। দিনাজপুরে দিনে সূর্যের তাপ থাকলেও সন্ধ্যার পর তাপমাত্রা কমে আসছে। রাতে কুয়াশাও পড়ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।

দিনাজপুরের ফুলবাড়িতে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত দুদিন ধরে এই জেলাগুলোতে শীতের আমেজ দেখা দিয়েছে। রাত বাড়ার সাথে সাথে এই জেলাগুলোতে কুয়াশা বাড়তে।

এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ফলে এসব অঞ্চলে সকাল-সন্ধ্যায় কুয়াশার দেখা মিলছে। শেষরাতে তো বটেই, সকাল-সন্ধ্যায়ও গরম কাপড় পরতে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষদের।

এ বিভাগের আরো খবর