রংপুর মহানগরীর স্টেশন রোড এলাকার বসুন্ধরা আবাসিক হোটেল থেকে শুক্রবার বিকেলে এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল মালিকের ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের ৫ নম্বর রুমে ওঠেন সাইফুল ইসলাম ও আরজিনা বেগম। শুক্রবার সকালে সাইফুল ট্রেনের টিকিট কিনতে বের হয়ে আর ফেরেননি। হোটেলের আয়া রুম পরিষ্কার করতে গিয়ে আরজিনার মরদেহ খাটে দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হোটেলটির মালিকের ভাই মফিজুল ইসলাম এবং দুই ম্যানেজার মোহাম্মদ আলী ও শাহ আলমকে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা মারুফ জানান, হোটেল ওঠার সময় চিকিৎসার জন্য রংপুর এসেছেন বলে হোটেল কর্তৃপক্ষকে বলেছিলেন তারা। হোটেলের রেজিস্ট্রার খাতায় তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ফারাক্কা গ্রামে লেখা।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হোটেলের রেজিস্ট্রার খাতার তথ্যের ভিত্তিতে স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।