খুলনার দৌলতপুরে মদ ভেবে রাসায়নিক পানে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।
বৃহস্পতিবার রাতে রাসায়নিক পানে নিজ বাড়িতে মারা যান পারভেজ বিশ্বাস (২৯)। অপরজন রফিকুল বিশ্বাস (৪০) মারা যান ভোরে।
তাদের দুই জনের বাড়ি দৌলতপুর থানার পাবলা কারিগর পাড়ায়। গুরুত্বর আহত শামীম বিশ্বাসকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাব রুম রঙ করার জন্য অনেক ধরনের রাসায়নিক দ্রব্য আনা হয়েছিল। বৃহস্পতিবার রঙের কাজ করার সময় মদ ভেবে সেই রাসায়নিক বাসায় নিয়ে যান তিন জন। রাতে রাসায়নিক পান করার পর পারভেজ বাড়িতে যান। সেখানে তার মৃত্যু হয়।
তিনি জানান, রাতেই পেটের পীড়ায় আক্রান্ত হন রফিকুল ইসলাম ও শামীম বিশ্বাস। দুজনকে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলামের মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, শামীম বিশ্বাস এখনও চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আগের থেকে ভালো।