গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলার আসামি শাহ নেওয়াজ বেপারী মঙ্গলবার থেকেই পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
বরিশালের গৌরনদী উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
ওই ছাত্রীর মা বৃহস্পতিবার রাতে শাহ নেওয়াজ বেপারী (৬৫) নামে এক বৃদ্ধর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন।
মামলায় বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে নেওয়াজ বেপারী তার বাড়িতে ওই স্কুলছাত্রীকে ডেকে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। তখন ওই স্কুলছাত্রী চিৎকার শুরু করলে পালিয়ে যান তিনি।
গৌরনদী মডেল থানার পরিদর্শক তৌহিদুজ্জামান শুক্রবার জানান, শাহ নেওয়াজ বেপারী মঙ্গলবার থেকেই পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।