বান্দরবানের থানচি উপজেলায় পাচারের জন্য মজুদকৃত ১০২৬ ঘনফুট গর্জন কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবির সহযোগিতায় বৃহস্পতিবার থানচি সদরের রেমাক্রী ইউনিয়নের দুর্গম ইয়াংনং পাড়ার ম্রওয়া ঝিরিতে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে বন বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেন পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন।
সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তা হারুন অর রশিদ, আব্দুর মতিন সরকার, আব্দুর জব্বার, কামরুল হাসানসহ বিজিবি সদস্যরা।
থানচি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন সরকার জানান, জব্দ করা কাঠের দাবিদার কাউকে পাওয়া যায়নি। জব্দ করা কাঠের দাম প্রায় ১৫ লাখ টাকা।
কাঠ পাচার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন।