ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন জন।
সৈয়দবাদ ইউনিয়নের মনকসাই এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেটগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পেছন থেকে আসা মাইক্রোবাস ওই ট্রাক ও অটোরিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি।
গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে শিশুও রয়েছে।
নিহতরা হলেন- ফাতেমা, নাবালক মিয়া, জান্নাত ও নাদিয়া। গুরুতর আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক।