নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়েছে। এদের মধ্যে আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আহতদের অনেকেই নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাতে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের করমুল্যা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মান্নান ও বাবুল ডাক্তারের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে বাকবিতণ্ডার পর প্রথমে হাতাহাতি শুরু হয়। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
আহতরা হলেন, আবদুল হক, মো. সিরাজ, আবদুর রহমান, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান, দেলোয়ার হোসেন, সালাউদ্দিন, শহীদ উল্লাহ, লিটন মিয়া ও মো. সিরাজ।
নোয়াখালীর সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’