যশোরের ঝিকরগাছায় চারমাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পুতুল রাণী দাস (১৬) তার স্বামীর কাছে ভালোবাসার প্রমাণ দিতে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন বলে দাবি করেছেন স্বজনরা।
পুলিশ বলছে, মঙ্গলবার রাতের ওই ঘটনায় পুতুল রানী দাসের স্বামী প্রদীপ দাসকে প্রধান আসামি করে বৃহস্পতিবার মামলা করেছেন তার মা পুষ্পরাণী দাস। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিউজবাংলাকে জানান, ঘটনার পর থেকে প্রদীপ দাসকে পুলিশ প্রহরায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার পুতুল রাণীর শেষকৃত্য হয়েছে।
পুষ্পরাণী দাস জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে নেশাগ্রস্ত প্রদীপ পুতুলের গায়ে আগুন ধরিয়ে ভালোবাসার প্রমাণ দিতে নির্দেশ দেন। স্বামীর নির্দেশ মতো নিজের শরীরে আগুন ধরিয়ে দেন পুতুল।