খেলাপি ঋণের মামলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান নিউজবাংলাকে জানান, আদালতের নির্দেশে রুকসানা মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খেলাপি ঋণের মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেড ২০১৩ সালে ২০ কোটি টাকা ঋণ নেয় ইউনিয়ন ক্যাপিটাল থেকে। নির্ধারিত সময়ে টাকা না দিয়ে খেলাপি হয় কোম্পানিটি। অর্থ উদ্ধারে ২০১৯ সালে ঢাকার অর্থঋণ আদালত-২ এ মামলা করে ইউনিয়ন ক্যাপিটাল।