কুমিল্লা শহরে কর্মস্থল থেকে ফেরার পথে এক নার্সকে ধর্ষণের চেষ্টায় জড়িত অভিযোগে রিয়াদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্বজনরা বলছেন, বুধবার রাতের এ ঘটনায় রিপন মিয়া নামে আরেক যুবক জড়িত। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ওই নারীর মামা বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথে দুই বখাটে তার ভাগ্নীর পথরোধ করে। পরে তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বখাটেদের টর্চ লাইটের আঘাতে তার মাথা ফেটে যায়। এক পর্যায়ে পালিয়ে যান তিনি।
এসব অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে ওই নারী বাদী হয়ে রিয়াদ ও রিপনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেন।
থানার ওসি আনোয়ারুল হক জানান, মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে ধরতে অভিযান চলছে।