গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের ইটের আঘাতে আহত কিশোর শামীম মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- সাদা মিয়া ও শাহারুল ইসলাম। মৃত শামীম উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের লালু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বড়দহ গ্রামের লালু মিয়া ও ভোলা মিয়ার মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলেছিল। বুধবার রাত ৮ টার দিকে বাড়ির পাশে সড়কে মাটি কাটা নিয়ে দু’পক্ষের লোকজনের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ইট-পাটকেলের আঘাতে লালু মিয়া, তার ছেলে শামীমসহ পরিবারের ৪ জন আহত হন।
শামীমকে রাতেই গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শামীমের মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।