ময়মনসিংহের গফরগাঁওয়ে জান্নাতুল ফেরদৌসী মানসুরা (২৫) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহের গফরগাঁওয়ের নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পোড়াবাড়িয়া গ্রামের শয়ন কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌসী মানসুরার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মানসুরা উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের সেলিম শেখের স্ত্রী। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বুধবার রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমতে যান মানসুরা। সকালে বাড়ির লোকজন ঘরের খাটের ওপর মানসুরা লাশ দেখে থানায় খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মরসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও শাশুড়ি পলাতক।