রাজধানীর ডেমরার কোনাপাড়ায় লাইট কারখানার গুদামে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।
বাহিনীটি জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল চারটা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যায়। এর পর বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার শহীদুল ইসলাম সুমন জানান, কোনাপাড়া মাদ্রাসা রোডের পাশা টাওয়ার নামে একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। পরে পঞ্চম সপ্তম ও অষ্টম তলায় তা ছড়িয়ে যায়।
এই কর্মকর্তা জানান, প্রধান কার্যালয় ছাড়াও আদমজী, ডেমরা, পোস্তগোলা ও খিলগাঁও স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।
তবে আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে এবং রাত আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘নিয়ন্ত্রণের কাছাকাছিও নেই’ বলে জানান শহীদুল ইসলাম সুমন।
আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, ‘আগুন যেন অন্য ফ্লোরে না ছড়ায় সেজন্য চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে ইউনিট বাড়ানো হবে।’
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘পুরো ভবনের বিভিন্ন লাইটের গোডাউন ছিল বলে জানতে পেরেছি।’