মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত মালা খাতুন (৩২) বামন্দীর ইকরাম হোসেনের স্ত্রী। অভিযুক্ত আকরাম হোসেন ইকরামের ছোট ভাই।নিহত মালার স্বামী ইকরাম হোসেন নিউজবাংলাকে জানান, আকরাম তার ছোট ছেলেকে মারধর করার সময় স্ত্রী মালা ঠেকাতে যান। এ সময় আকরাম ছুরি দিয়ে মালার তলপেটে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে পাশের ক্লিনিকে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে কুষ্টিয়া সরকারি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্বশুর সোলায়মান হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনার পর আকরাম দৌড়ে পালিয়ে যান। আমি আকরামের বিচার চাই।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান নিউজবাংলাকে জানান, আকরাম হোসেন স্ত্রীর সঙ্গে প্রায়ই খারাপ ব্যবহার ও মারধর করেন। এ পরিস্থিতিতে তার স্ত্রী প্রায় পাঁচ মাস ধরে মায়ের বাড়ি অবস্থান করছেন। তা ছাড়া আকরাম হোসেন মাঝেমধ্যে বাড়িতে এসে ভাইয়ের সন্তানদের মারধর করেন।
ওসি আরও জানান, আকরামকে পুলিশ আটক করার চেষ্টা চালাচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।