ফেনীর দাগনভূঞায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা করিম মহাজন (৪৭) ও বেলাল হোসেনকে (৩৫) বুধবার রাতে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কিশোরীর মায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
করিম মহাজন জেলার মাতুভূঞা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বেলাল ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদেরও ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে পাঠানো হবে।
ওসি আরও জানান, ওই কিশোরীকে করিম ও বেলাল বিভিন্ন প্রলোভনে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। তাকে ভয়ভীতি দেখিয়ে এ ঘটনা কাউকে না জানাতে বলা হয়। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে করিম কৌশলে তার গর্ভপাত ঘটান। ঘটনা জানাজানি হলে বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করার চেষ্টা করেন আসামিরা। কিশোরীর মা অভিযোগ দিলে বুধবার রাতেই ওই দুই জনকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।