মুন্সিগঞ্জ শহরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণ করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার রাতে মো. সুমন ও সুমন মিয়া নামের দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবারের এ ঘটনায় ওই ছাত্রী মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
এজাহারে বলা হয়, মঙ্গলবার ওই কিশোরী বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে মো. সুমন ও সুমন মিয়া তার পথরোধ করেন। পরে তাকে ভয় দেখিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে দুই জন মিলে ধর্ষণ করেন। সুমন মিয়া মোবাইল ফোনের ক্যামেরায় ধর্ষণের ভিডিও ধারণ করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, অভিযুক্ত দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই দুই জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।