বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ-ভারতের মতো ‘চমৎকার’ সম্পর্ক ‘বিরল’

  •    
  • ৫ নভেম্বর, ২০২০ ১৭:৪৬

‘বাংলাদেশ-ভারতের মতো চমৎকার সম্পর্ক বিশ্বের খুব কম দেশেই রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন দুই দেশের সম্পর্ককে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে ‘চমৎকার’ উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, এমন সম্পর্ক বিশ্বের খুব কম দেশেই আছে।

বৃহস্পতিবার ভারতের বেসরকারি বিমান সংস্থা ভিসতারা টাটা সিয়া এয়ারলাইনের ঢাকা-দিল্লি ফ্লাইট উদ্বোধন করে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশ-ভারতের মতো চমৎকার সম্পর্ক বিশ্বের খুব কম দেশেই রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন দুই দেশের সম্পর্ককে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দুই দেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্ক অনেক দৃঢ় অবস্থায় আছে আর ভবিষ্যতেও এমন থাকবে।’

সকাল সাড়ে ১০টায় ৬০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে প্রথম ফ্লাইট ঢাকায় অবতরণ করে। ৮০ জন যাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় আবার দিল্লি ফিরবে।

প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা থেকে ফ্লাইট যাবে ভারতের দিল্লিতে।

ভারতের টাটা সন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইনসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ভিসতারা এয়ারলাইনস ভারতের অভ্যন্তরীণ যাত্রাপথে প্রিমিয়াম ইকোনমি সেবা প্রদানকারী প্রথম প্রতিষ্ঠান।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার কারণে সাত মাস দুই দেশের বিমান চলাচল বন্ধ ছিল। এখন তা আবার নতুন উদ্যমে শুরু হয়েছে। আমি আশা করি করোনা সংকট মোকাবিলা করে এ অঞ্চলের পর্যটন শিল্প আবার ঘুরে দাঁড়াবে।’

এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে এই ফ্লাইট চলবে। প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকায় আসবে নয়টায়, ঢাকা থেকে যাবে ১০টায়।

আগামী ৯ নভেম্বর থেকে ঢাকা থেকে লন্ডনের হি থ্রো বিমানবন্দরে যাবে ফ্লাইট।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভিসতারা এয়ারলাইন্সের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বাড়বে। এ অঞ্চলের অ্যাভিয়েশন শিল্পে নতুন মাত্রা যোগ করবে।’ভিসতারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা জানান, তাদের প্রতিষ্ঠান ভারত ও সিঙ্গাপুরের যৌথ অংশীদারত্বে সারাবিশ্বে ৪৩ টি ফ্লাইট পরিচালনা করে। এখানে টাটার ৫১ শতাংশ ও সিঙ্গাপুরের ৪৯ শতাংশ মালিকানা আছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, মেম্বার (অপস) এয়ার কমোডর খালিদ হোসেন, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদ উল আহসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর