দেশের পতাকার মর্যাদা রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সিলেট সেনানিবাসে বৃহস্পতিবার সকালে নতুন চারটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেনাবাহিনী।
দেশের অখণ্ডতা রক্ষাসহ জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি।
এর আগে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ জুবায়ের সালেহীন সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান।
প্যারেড কমান্ডার মেজর জহিরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি সম্মিলিত চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন করে।
৫০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৭৫ ফিল্ড অ্যাম্বুলেন্স, ২ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ও অর্ডন্যান্স ডিপো, সিলেটের পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান ও উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।