বাগেরহাটের শরণখোলায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূরে আলম বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিত ইলিয়াছ জোমাদ্দার বাগেরহাটের শরণখোলা উত্তর খোন্তাকাটা রাশিদিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সুপার। তিনি একই উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রনজিৎ কুমার মন্ডল বলেন, ২০১৯ সালের ৮ আগস্ট মাদ্রাসার পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে মাদ্রাসা লাইব্রেরিতে ধর্ষণ করেন ইলিয়াছ জোমাদ্দার। নির্যাতনের ঘটনা গোপন রাখতে ওই ছাত্রীকে হুমকিও দেন তিনি। এ ঘটনায় শরণখোলা থানায় ইলিয়াসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। গেল বছরের ১৩ নভেম্বর চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক আবু সাইয়েদ।
রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আলী আকবর। রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে ওই ছাত্রীর পরিবার।