কুষ্টিয়ার ভেড়ামারায় কিশোরীকে ধর্ষণের দায়ে ২৫ বছর বয়সী এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ দণ্ড দেন।
ওই কিশোরীকে অপহরণের দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও নয় মাসের দণ্ড দেয়া হয়েছে।
দণ্ডিতের নাম ইয়াসিন মোল্লা। তার বাড়ি সদর উপজেলার চর খাজুরা গ্রামে। তিনি পলাতক।
আদালতের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর ভেড়ামারার অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীকে সহযোগীদের নিয়ে জোর করে মোটরসাইকেলে তুলে আনেন ইয়াসিন মোল্লা।
পরে ওই ছাত্রীর মা ২১ সেপ্টেম্বর অপহরণের অভিযোগ এনে মামলা করেন। তদন্ত শেষে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল হালিম জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক ইয়াসিনকে সাজা দিয়েছেন।