নাটোরের সিংড়ায় চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে চার জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ সময় বকসহ ৬০টি পাখি অবমুক্ত করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে পাখি শিকারের ফাঁদ।
বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা যৌথভাবে এ অভিযান চালায়।
সাজা ও জরিমানাপ্রাপ্তরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শমসের আলী, গুরুদাসপুরের নওপাড়া গ্রামের আব্দুল জব্বার, সিংড়া উপজেলার পাকুরিয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও ইয়াকুব আলী।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, চলনবিলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চার পাখি শিকারিকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বক, রাতচড়াসহ বিভিন্ন প্রজাতির ৬০টি পাখি ও পাখি ধরার ফাঁদ উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শমসের ও জব্বারকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং সাইফুল ও ইয়াকুবকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের শিকার করা পাখিগুলো ছেড়ে দেয়া হয়। পাখি ধরার ফাঁদগুলো পুড়িয়ে ফেলা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, পানি কমতে থাকায় বিলে মাছ খেতে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে। চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় তারা নিয়মিত কাজ করছেন।