কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের কাছে প্রকাশ্য গুলি করে এক জনকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি র্যাবের সোর্স বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুস শুক্কুর। তার বাড়ি নয়াপাড়া এলাকায়।
র্যাব ও পুলিশ জানিয়েছে, টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প শালবাগান পাহাড় থেকে ‘জকির ও ধইল্যা ডাকাতের’ নেতৃত্বে ৭/৮ জনের একটি সশস্ত্র দল নেমে আসে। এ সময় স্থানীয় এনামের দোকানে শুক্কুর বসেছিলেন। সন্ত্রাসীদের দেখে তিনি পালনোর চেষ্টা করেন। কিন্তু সশস্ত্র দলটি ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। টেনেহিঁচড়ে আবার ওই দোকানের সামনে এনে তাকে গুলি করে হত্যা করে। এরপর দলটি পাহাড়ের দিকে চলে যায়।
নয়াপাড়া ক্যাম্পের এপিবিএন সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এপিবিএনের-১৬ কমান্ডিং অফিসার হেমায়তুল ইসলাম নিউজবাংলাকে জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত ওই যুবক র্যাবের সোর্স ছিলেন। জড়িতদের ধরতে অভিযান চলছে।