প্রতিবন্ধী শিক্ষার্থী ভর্তি ও ‘ন্যায্য হারে’ কোটা সংরক্ষণে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি।
বৃহস্পতিবার ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করেছে।
বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থাটির যুগ্ম সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীরের চিঠিটি মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।
২০১৩ সালের অক্টোবর মাসে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’-এর গেজেট প্রকাশিত হয়.
এই আইনের ৯ এর ‘জ’ ও ‘ট’ ধারায় প্রতিবন্ধী ব্যক্তির জন্য ‘ন্যায্য ও কার্যকরভাবে’ কোটা সংরক্ষণ ও সক্ষমতা বিবেচনায় পাঠ্যক্রম তৈরির কথা বলা আছে।
চলতি বছরের জানুয়ারি মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ইউজিসি চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে বলা হয়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংরক্ষণ, ভর্তির নিয়ম-কানুন সহজ করার পাশাপাশি মেধার ভিত্তিতেও ভর্তির সুযোগ দিতে ইউজিসির সহযোগিতা প্রত্যাশা করে সরকার.
চলতি বছরের সেপ্টেম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের প্রতিবন্ধী শিক্ষার্থী আফিয়া কবির আনিলা তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে তথ্য চেয়ে ইউজিসি’র দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকতার কাছে আবেদন করেন।