বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানচিতে আগুনে পুড়ল দোকান-বসতঘর

  •    
  • ৫ নভেম্বর, ২০২০ ১৪:০৫

দুর্গম এলাকা হওয়ায় ও সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বান্দরবানের থানচিতে বড় মদক বাজারে আগুনে পুড়ে গেছে প্রায় ২০টি দোকান ও বসতঘর।

বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম মৃদুল বিষয়টি জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্গম এলাকা হওয়া ও সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার ভোরে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে প্রায় ২০টি দোকান ও বাড়িঘর পুড়ে যায়। এ সময় আগুন থেকে রক্ষার জন্য পাশে থাকা আরও প্রায় ২২টি দোকান ও বসতঘর ভেঙে ফেলা হয়।

ইউএনও মৃদুল জানান, থানচি সদর থেকে নৌকায় করে একটি টিম পাঠানো হয়েছে। নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এ বিভাগের আরো খবর