সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে তাকে আটক করে র্যাব। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ওই ইউপি সদস্যের নাম আব্দুল কুদ্দুস। তার বাড়ি সদর উপজেলার চকশ্যাম গ্রামে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ নিউজবাংলাকে জানান, বুধবার সন্ধ্যায় ওই তরুণীর মা র্যাবের কাছে লিখিত অভিযোগ দেন। এতে উল্লেখ করা হয়, আব্দুল কুদ্দুস মাসখানেক আগে ওই তরুণীকে সৌদি আরবে ভালো বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখান। এর অংশ হিসেবে তরুণীকে পাসপোর্ট করতে বলেন তিনি।
পাসপোর্ট করার উদ্দেশ্যে তরুণী বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় কুদ্দুসের সঙ্গে দেখা করেন। পরে কৌশলে একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করেন কুদ্দুস। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তরুণীকে উদ্ধার করেন। পরে তারা তাকে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কুদ্দুস পালিয়ে যেতে সক্ষম হন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু করে র্যাব। মধ্যরাতে সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে কুদ্দুসকে আটক করা হয়। পরে তাকে পুলিশে দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বলেন, ওই ঘটনায় রাতেই তরুণীর মা বাদী হয়ে থানায় কুদ্দুসের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় কুদ্দুসকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে হাজিরের প্রক্রিয়া চলছে।