সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবদুল বারেক নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল বারেক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। তার বাড়ি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের নিজামপুর গ্রামে।
দুর্ঘটনার শিকার হওয়ার পর বুধবার রাত ১১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার রাতে স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে যাচ্ছিলেন আবদুল বারেক। পথে পালবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা খায় তার মোটরসাইকেলটি। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী নিউজবাংলাকে বলেন, আব্দুল বারেক দলের ত্যাগী ও সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার শোকাহত।