বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফুটপাত মুক্ত করতে পুলিশ বক্স উচ্ছেদ

  •    
  • ৪ নভেম্বর, ২০২০ ২০:৫৬

ডিএসসিসির তিনটি ভ্রাম্যমাণ আদালত বুধবার অভিযান চালিয়ে মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর ব্রিজের কাছের ফুটপাত থেকে পুলিশ বক্স উচ্ছেদ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত বুধবার এ উচ্ছেদ অভিযানের সময় পুলিশ বক্সের ভেতরে হকারদের দোকান পরিচালনার সামগ্রীও পেয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলোর ধারাবাহিক নিয়মিত উচ্ছেদ ও এডিস মশার লার্ভা প্রজননস্থল শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার ধানমন্ডি লেক ও ডেমরার বামৈল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে অঞ্চল-১ এর ১৫ নম্বর ওয়ার্ডের অধীন ধানমন্ডি লেক ও লেক সংলগ্ন এলাকা থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।

লেক সংলগ্ন এলাকায় অবৈধ দোকান-পাট রেখে ব্যবসা করায় ২০টির বেশি দোকান গুড়িয়ে দেয়া হয়। সেখানে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, ধানমন্ডি লেক মানুষ প্রতিদিনকার শহুরে জীবনের একঘেয়েমি দূর করতে ব্যবহার করে। এক শ্রেণির অসাধু চক্র সেই জায়গায় নানা অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। বুধবার সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার নগরীর ১৫ নম্বর ও ৬৬ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর ১৫ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ স্থাপনা পরিদর্শন করে একটিতে এডিসের লার্ভা পাওয়ায় মামলার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসএসসি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-৮ এর ৬৬ নম্বর ওয়ার্ডের বামৈল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৫টি স্থাপনা পরিদর্শন করে তিনটিতে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলা ও সাড়ে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

তিনটি ভ্রাম্যমাণ আদালত মোট ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ বিভাগের আরো খবর